"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Current Ratio in Bengali

Current Ratio কাকে বলে?

Definition (1):

একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সম্পদসমূহ থেকে এর স্বল্পমেয়াদী দায়সমূহ পরিশোধ করার ক্ষমতার পরিমাপকে Current Ratio বা বর্তমান অনুপাত বলা হয়। স্বল্পমেয়াদী সম্পদসমূহকে স্বল্পমেয়াদী দায়সমূহ দ্বারা ভাগ করে এই অনুপাতটি নির্ণয় করা হয়।

Definition (2):

বর্তমান অনুপাত হলো একটি তারল্য অনুপাত যা একটি কোম্পানির স্বল্পমেয়াদী দায়সমূহ বা এক বছরের মধ্যে যেসব দেনা সেগুলো পরিশোধের ক্ষমতার পরিমাপ করে।

Definition in English:

“The measure of a firm’s ability to pay its current liabilities from its current assets; computed by dividing current assets by current liabilities.”

Use of the term in Sentences:

  • You can get a company’s current ratio by dividing its current assets by current liabilities.
  • Please calculate the current ratio carefully. 
Share it: