"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Currency in Bengali

Currency কাকে বলে?

Definition (1):

মুদ্রা এবং পত্রমুদ্রা যা জিনিসপত্র কেনাকাটায় খরচ করা হয় তাকে Currency বা প্রচলিত মুদ্রা বলা হয়। ক্যাশিয়ার চেক, মানি অর্ডার, এবং ট্র্যাভেলারস্ চেকসমূহও প্রচলিত মুদ্রা হিসেবে বিবেচিত হয়।

Definition (2):

অর্থের একটি ব্যবস্থা যা একটি নির্দিষ্ট দেশে সাধারণ ব্যবহারে আছে তাকে প্রচলিত মুদ্রা বলে।

Definition (3):

প্রচলিত মুদ্রা হলো পণ্য এবং সেবাসমূহ বিনিময়ের একটি মাধ্যম।

Definition in English:

“The coins and paper money spent to purchase things. Cashier’s checks, money orders, and traveler’s checks are also considered currency.”

Use of the term in Sentences:

  • What will be the price of this product in our currency?
  • The value of our currency has decreased due to inflation.
Share it: