"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Copyright in Bengali

Promotion কাকে বলে?

Definition (1):

একজন ব্যক্তির মৌলিক লিখিত উপাদানসমূহ প্রকাশ এবং বিক্রয়ের স্বতন্ত্র অধিকারের সংরক্ষণকে Copyright বলে।

Definition (2):

কপিরাইট হলো বহু দেশে বিদ্যমান একটি আইনি অধিকার যা একটি মৌলিক কাজের স্রষ্টাকে স্বতন্ত্র অধিকার দেয় যে কখন ও কোন পরিস্থিতিসমূহের অধীনে মৌলিক কাজটি অন্যদের দ্বারা ব্যবহৃত হতে পারে তা নির্ধারণ করার।

Definition (3):

একটি একচেটিয়া আইনি অধিকার যা কোন কৃতিত্ব বা ক্ষতিপূরণ ছাড়া প্রকাশিত বা অপ্রকাশিত মৌলিক কাজকে অননুমোদিত অনুকরণ থেকে রক্ষা করে তাকে কপিরাইট বলা হয়।

Definition in English:

“Protection of an individual’s exclusive right to publish and sell original written materials.” - Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The company has received a notice of copyright infringement.
  • Please be careful before making the ad of the product so that there is no copyright violation. 
Share it: