"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Competition-Oriented Pricing in Bengali

Competition-Oriented Pricing কাকে বলে?

Definition (1):

যে পদ্ধতিতে একটি প্রতিষ্ঠান নিজের খরচসমূহ এবং আয়সমূহের উপর ভিত্তি না করে এর প্রতিযোগীদের মূল্যসমূহের উপর ভিত্তি করে মূল্যসমূহ নির্ধারণ করে তাকে Competition-Oriented Pricing বা প্রতিযোগিতা-ভিত্তিক মূল্য নির্ধারণ বলা হয়।

Definition (2):

প্রতিযোগিতা-ভিত্তিক মূল্য নির্ধারণ কৌশলে প্রতিষ্ঠানটি প্রতিযোগীদের মূল্যের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করে।

Definition (3):

প্রতিযোগিতা-ভিত্তিক মূল্য নির্ধারণের অপর নাম হলো বাজার-ভিত্তিক মূল্য নির্ধারণ যেখানে মূল্যসমূহ গ্রাহকদের চাহিদা বা নিজেদের খরচসমূহের উপর ভিত্তি করে নয় বরং প্রতিযোগীদের মূল্যসমূহের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

Definition in English:

“A method whereby a firm sets prices on the basis of its competitors’ prices rather than its own costs and revenues.”

Use of the term in Sentences:

  • The company is using competition-oriented pricing for setting the price of its product.
  • The company is considering different methods of pricing along with the competition-oriented pricing.
Share it: