"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Centralization in Bengali

Centralization কাকে বলে?

Definition (1):

ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার একাগ্রতা একটি প্রতিষ্ঠানের প্রাধান্য পরম্পরা বা আধিপত্য পরম্পরার একেবারে উচ্চে থাকাকে Centralization বা কেন্দ্রীভূতকরণ বলা হয়।

Definition (2):

কেন্দ্রীভূতকরণ বলতে এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বোঝায় যেখানে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা উচ্চতম ব্যবস্থাপকদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং অধীনস্থদের তাদের উর্ধ্বতনদের নির্দেশনাসমূহ অনুসরণ করতে হয়। কর্তৃত্বের কেন্দ্রীভূতকরণ ছোটো প্রতিষ্ঠানসমূহের জন্য অত্যাবশকীয় যেগুলোর সম্পদ এবং অর্থায়নের অভাব থাকে।

Definition in English:

“Centralization refers to that organizational structure where decision-making power is confined to the top management, and the subordinates need to follow the instructions of their seniors.”

Use of the term in Sentences:

  • Centralization is suitable for small organizations.
  • Centralization is not an appropriate organizational structure for large organizations.
Share it: