"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Catalog Showroom in Bengali

Catalog Showroom কাকে বলে?

Definition (1):

এক ধরনের পণ্যাগার প্রদর্শনী গৃহ যেখানে গ্রাহকরা তাদের বাড়িতে পাঠানো বা বিক্রয়কেন্দ্রে বিদ্যমান তালিকা থেকে পণ্যসমূহ বাছাই করে তাকে Catalog Showroom বা তালিকা প্রদর্শনী গৃহ বলা হয়।

Definition (2):

তালিকা প্রদর্শনী গৃহ বলতে সাধারণতঃ সেই খুচরা বিক্রয়কেন্দ্রসমূহকে বোঝায় যেখানে শক্ত পণ্যসমূহ যেমন: বৈদ্যুতিক সরঞ্জামসমূহ, গহণা, রান্নাঘরের সামগ্রী প্রভৃতি বিক্রয় করা হয়।

Definition (3):

তালিকা প্রদর্শনী গৃহ হলো সেসব খুচরা বিক্রেতারা যাদের প্রদর্শনী গৃহগুলো পণ্যাগারের কাছে অবস্থিত।

Definition in English:

“A form of warehouse showroom where customers select products from catalogs sent to customers’ homes or available in the store.”

Use of the term in Sentences:

  • My brother bought his laptop from that catalog showroom.
  • I have bought this jewelry from his catalog showroom.

 

Share it: