"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Capital Resources in Bengali

Definition:

যেসব পণ্য অন্য ধরনের পণ্য বা সেবা তৈরীর উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাদেরকে বলা হয় মূলধন সম্পদ বা Capital Resources.

Definition in English:

Capital resources are assets that are used in the production process of either goods or services or both.

 

কিছু Capital resources-কে বলা হয় current assets বা চলতি সম্পদ যাদের স্থায়িত্ব কম এবং উৎপাদন প্রক্রিয়ায় শেষ হয়ে যায়। যেমন: জ্বালানী বা Fuel, কাঁচামাল বা Raw materials, কাগজ বা Paper, টাকা বা Money, প্রভৃতি।

 

আবার কিছু Capital resources-কে বলা হয় Long-lived capital resources বা দীর্ঘ স্থায়িত্বের মূলধন সম্পদ যা বহুবার উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা যায়। যেমন: কারখানার দালান, কমপ্যাক্ট ডিস্ক মেশিন, কম্পিউটার, প্রভৃতি।

Use of the term in Sentences:

  • The company kept some of their capital resources in the warehouse.
  • A business should carefully maintain their capital resources.

 

Share it: