"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Call Option in Bengali

Call Option কাকে বলে?

Definition (1):

একটি নির্দিষ্ট মূল্যে শেয়ার ক্রয়ের এবং বাজার মূল্যে বিক্রয়ের একটি অধিকারকে Call Option বলা হয়।

Definition (2):

কল অপশন হলো আর্থিক চুক্তিসমূহ যা এর ক্রেতাকে অধিকার দেয় একটি শেয়ার, বন্ড, পণ্য, বা অন্য সম্পদ বা যন্ত্র একটি নির্দিষ্ট মূল্যে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্রয় করার।

Definition (3):

কল অপশন দুই পক্ষের মধ্যে একটি অমৌলিক চুক্তি। কল অপশনের ক্রেতা এর বিক্রেতার কাছ থেকে একটি নির্দিষ্ট সম্পদ, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্রয় করার অধিকার অর্জন করে (কোন বাধ্যবাধকতা নয়) ।

Definition in English:

“An option to buy stock shares at a specified price and sell at market price.”

Use of the term in Sentences:

  • A call option gives an investor a right but not an obligation.
  • You can’t use the right given by the call option after the expiry date. 
Share it: