"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Boycott in Bengali

Definition (1):

একটি দরকষাকষির কৌশল যেখানে শ্রমিক সংঘটি একটি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে অস্বীকৃতি জানায় বা অন্যান্য মানুষ বা অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে একত্রিত করার প্রয়াস করে যাতে তারাও সেই প্রতিষ্ঠানটির সাথে ব্যবসা করতে অস্বীকৃতি জানায় তাকে Boycott বা বর্জন বলা হয়।

Definition (2):

একটি শাস্তি বা প্রতিবাদ হিসেবে একটি দেশ বা প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে বাণিজ্যিক বা সামাজিক সম্পর্ক ত্যাগ করাকে বর্জন বলে।

Definition (3):

যদি একটি দেশ, দল বা ব্যক্তি একটি দেশ, প্রতিষ্ঠান বা কাজকে বর্জন করে তবে তারা এটার সাথে যেকোনো ভাবে জড়িত থাকতে অস্বীকৃতি জানায়।

Definition in English:

“A bargaining tactic in which the union refuses to do business with a firm or attempts to get people or other organizations to refuse to deal with the firm.”

Use of the term in Sentences:

  • The union boycotted the company on social and humanitarian ground.
  • Are you thinking of boycotting products of this company from your personal experience?

 

 

Share it: