"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Bear Market in Bengali

Bear Market কাকে বলে?

Definition (1):

একটি বাজার পরিস্থিতি যেখানে সাধারণতঃ শেয়ারের মানসমূহের নিম্ন গতি দেখা যায় এবং বিনিয়োগকারীরা সাধারণত: নৈরাশ্যবাদী থাকে তাকে Bear Market বা পতনশীল বাজার বলা হয় ।

Definition (2):

একটি পতনশীল বাজার হলো একটি পরিস্থিতি যেখানে শেয়ারসমূহের মূল্য সাম্প্রতিক উর্ধ্বগতির ২০% বা তার চেয়ে বেশী হ্রাস পায় এবং বিনিয়োগকারীদের মাঝে একটি নৈরাশ্যবাদীতা বা নেতিবাচক মনোভাব ছড়িয়ে দেয়।

Definition (3):

একটি বিনিয়োগের মূল্য যখন এর ৫২ সপ্তাহের উর্ধ্বগতি থেকে কমপক্ষে ২০% বা তার চেয়ে বেশী হ্রাস পায়, তখন সেই বাজার পরিস্থিতিকে পতনশীল বাজার বলে।

Definition in English:

“A market state in which stock values are generally declining and investors are generally pessimistic.”

Use of the term in Sentences:

  • In a bear market, prices are generally falling.
  • Generally, investors are pessimistic in a bear market. 
Share it: