"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Autocratic Leadership in Bengali

Definition (1):

এক ধরনের ঘনিষ্ঠ তত্ত্বাবধান যেখানে ব্যবস্থাপক অন্যদেরকে যতোটা সম্ভব কম কর্তৃত্ব অর্পণ করে তাকে Autocratic Leadership বা একনায়কতান্ত্রিক নেতৃত্ব বলে।

Definition (2):

একনায়কতান্ত্রিক নেতৃত্ব হলো ব্যবস্থাপনার একটি ধরন যেখানে একজন ব্যক্তি সব ধরনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এবং দলের অন্যান্য সদস্যদের কাছ থেকে খুব কম তথ্য গ্রহণ করে।

Definition (3):

নেতৃত্বের একটি ধরন যার বৈশিষ্ট্য হলো সব ধরনের সিদ্ধান্তের ওপর একক নিয়ন্ত্রণ এবং দলের সদস্যদের কাছ থেকে খুব কম তথ্য গহণ করা, তাকে একনায়কতান্ত্রিক নেতৃত্ব বলা হয়।

Definition in English:

“A type of close supervision in which the manager delegates as little authority as possible.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Some people support autocratic leadership.
  • Most of the people don’t like autocratic leadership because it delegates a very little or no authority.
Share it: