"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Auditing in Bengali

Auditing কাকে বলে?

Definition (1):

Auditing বা নিরীক্ষণ হলো সংস্থার (বা ব্যক্তির) আর্থিক হিসাবগুলি যথাযথ এবং কোনও প্রযোজ্য বিধি (স্বীকৃত হিসাবরক্ষণ মানসহ), নিয়মাবলী এবং আইন মেনে চলছে কিনা তা নির্ধারণ করার প্রক্রিয়া।

Definition (2):

নিরীক্ষণ বলতে ব্যবসায়িক বা অন্যান্য সংস্থার আর্থিক কার্যক্রম এবং তার ফলাফল সম্পর্কিত সত্যতা যাচাই বাছাই করতে বা নিরুপণ করার জন্য সেই সংস্থাটির হিসাবের খাতাপত্রের একটি নিয়মতান্ত্রিক পরীক্ষাকে বোঝায়।

Definition in English:  

Auditing is a systematic examination of the books of records of business or other organization in order to ascertain or to verify and to report upon the facts regarding its financial operations and the result thereof.” 

Use of the term in Sentences:

  • The auditors are auditing all the financial records of the company.
  • Anderson has a deep knowledge of income tax and auditing.
Share it: