"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Anxiety Disorder in Bengali

Anxiety Disorder কাকে বলে?

Definition (1):

Anxiety Disorder বা উদ্বেগ ব্যাধি হলো কতগুলো মানসিক অসুস্থতার একটি সমষ্টি যা এমন মর্মপীড়া, যন্ত্রণা বা বেদনার সৃষ্টি করে যা স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। অ্যাংযাইটি ডিয্অর্ডার একটি ছাতার মতো এর অধীনে বিভিন্ন মানসিক অবস্থাসমূহকে অন্তর্ভূক্ত করে যেমন: নির্দিষ্ট আতঙ্কসমূহ, আতঙ্ক ব্যাধি, সামাজিক উদ্বেগ ব্যাধি, এবং সাধারণ উদ্বেগ ব্যাধি।

Definition (2):

উদ্বেগ ব্যাধিগুলো মানসিক ব্যাধিসমূহের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং প্রাপ্ত বয়স্কদের প্রায় শতকরা ৩০ ভাগকে তাদের জীবনের কোনো না কোনো সময়ে প্রভাবিত করে।কিন্তু এগুলো চিকিৎসাযোগ্য এবং কিছু সংখ্যক কার্যকর চিকিৎসা আছে।চিকিৎসা বেশীর ভাগ মানুষকেই স্বাভাবিক উৎপাদনশীল জীবন যাপন করতে সাহায্য করে।

Definition in English:  

Anxiety disorders are the most common of mental disorders and affect nearly 30 percent of adults at some point in their lives.”

Use of the term in Sentences:

  • Fear, palpitation, nausea, and cold and sweaty hands are common symptoms of anxiety disorders.
  • Effective treatment can help patients with anxiety disorders live a normal life.
Share it: