"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Angel Investors

তরুণ উদ্যোক্তাগণ নতুন যুগের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন ব্যবসার ধারনা নিয়ে আসছেন। কিন্তু এদের অনেকেই শুরুতেই মুলধন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। Angel Investor কর্তৃক বিনিয়োগ এই প্রাথমিক পর্যায়ের কোম্পানি গুলোর অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উত্স হতে পারে। এটি উদ্যোক্তাদের ধারণাগুলিকে সফল ব্যবসায় পরিণত করার জন্য প্রয়োজনীয় মূলধন যোগানে সহায়তা করে।

Angel Investor কাকে বলে? 

যে সকল বিনিয়োগকারীরা কোনো একটি প্রতিশ্রুতিশীল স্টার্ট-আপ কোম্পানিকে আর্থিক সহায়তা প্রদানের বিনিময়ে উক্ত প্রতিষ্ঠানটিরর অংশিক মালিকানা কিংবা কোম্পানিটির শেয়ারের একটি অংশ লাভ করে থাকেন, তাদের  Angel Investor বলা হয়। 

সংজ্ঞা ২: 

Angel Investor হলেন সেই সকল বিনিয়োগকারী যারা উদ্যোক্তাদের ব্যবসা শুরু এবং পরিসর বৃদ্ধি করার নিমিত্তে প্রয়োজনীয় মূলধন প্রদান করেন এবং অর্থ প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শও প্রদান করে এবং এর বিনিময়ে তারা কোম্পানিটির শেয়ারও অর্জন করেন।

সংজ্ঞা ৩: 

ওই সকল বিনিয়োগকারীদেরকে বুঝানো হয় যারা নতুন প্রতিশ্রুতিশীল কোনো একটি কোম্পানির উপরে উচ্চ ঝুঁকি নিয়ে বিনিয়োগ করে থাকেন এবং যা সফল হলে তারা বর্ধিতহারে লাভ করতে পারবেন। 

English Definition: 

প্রখ্যাত ওয়েবসাইট Investopedia এর মতে, 

“an investor in an early-stage company where he typically invests own money in exchange for equity in the company."

বিষয়টি সম্পর্কে আরো জানুন:

Angle Investor গণ যে উপায়ে মুলধন প্রদান করে থাকে তাকে Angel Investing বলে। সফল Angel Investing এর জন্য বেশ কিছু দিকে একজন বিনিয়োগকারীকে লক্ষ্য রাখতে হয়। এর মাঝে খুবই গুরুত্বপুর্ণ তিনটি বিষয় হলো: 

  1. সাধারণত এমন StartUp কোম্পানি গুলোতেই বিনিয়োগ করা হয় যাদের একটি পরিষ্কার লক্ষ্য রয়েছে। এই ক্ষেত্রে কোম্পানিগুলো ভবিষ্যতে কতটা বড় হতে পারে, এই কথা বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।  
  2. কোম্পানিগুলোর শুধু লক্ষ্য ঠিক থাকলেই হবে না। এটির একটি কার্যকরী টিম থাকতে হবে। কারণ সেবা প্রদান কিংবা পন্য উৎপাদনের লক্ষ্যে একটি কার্যকর টিম না থাকলে পুরো ব্যাপয়ারটাই অনিশ্চয়তার মাঝে থেকে যাবে। 
  3. সবশেষে, নিজেদের সেবা উন্মুক্ত করার আগে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কিত ভালো ধারণা থাকতে হবে। কারণ যদি উদ্যোক্তা নিজেই না জানে তার জন্য কি ধরণের চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাহলে সে কোনোভাবেই কোনো বিনিয়োগকারীকে আগ্রহী করে তুলতে পারবে না। 

Angel Investor কে দুটি প্রকারে ভাগ করা যেতে পারে: 

  • সরাসরি বিনিয়োগকারী এবং 
  • সিন্ডিকেটেড বিনিয়োগকারী। 

প্রত্যক্ষ বা সরাসরি বিনিয়োগকারী একটি কোম্পানিতে সরাসরি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করে থাকেন। এই ক্ষেত্রে দলবদ্ধভাবে বিনিয়োগ করা হয় না। 

সিন্ডিকেটেড বিনিয়োগকারী হলো যখন কয়েকজন Angel Investor মিলিতভাবে একটি কোম্পানিতে বিনিয়োগ করে। এই ক্ষেত্রে তারা সম্মিলিতভাবে প্রত্যেকেই কোম্পানিটির শেয়ার বা মালিকানা অর্জন করে। 

বাস্তব উদাহরণ

MFS Africa হল একটি মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম যা সমগ্র আফ্রিকা জুড়ে বিভিন্ন মোবাইল মানি অপারেটর, ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করে। প্রকল্পটিতে আফ্রিকান বিজনেস অ্যাঞ্জেল নেটওয়ার্ক (এবিএএন) সহ বেশ কয়েকটি Angel Investor বিনিয়োগ করেছিলো। বর্তমানে এটি সফল্ভাবে সমগ্র আফ্রিকাতে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

বাংলাদেশে গ্রামীণফোন নামের টেলিকম অপারেটর ২০১৫ সালে GP Accelarator নামে একটি স্টার্টআপ এক্সিলারেটর প্রোগ্রাম চালু করে। প্রোগ্রামটি বাংলাদেশে প্রাথমিক পর্যায়ের স্টার্ট-আপদের জন্য প্রাথমিক মুলধন প্রদান, পরামর্শ দান এবং নেটওয়ার্কিং সুযোগ প্রদান করে। এই প্রোগ্রামটি বেশ কিছু সফল স্টার্ট-আপের বৃদ্ধিতে সহায়তা করেছে, যার মধ্যে রয়েছে Sheba.xyz, একটি নেতৃস্থানীয় অন-ডিমান্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

মার্কিন যুক্তরাষ্ট্রে Uber, airbnb এবং dropbox এর  মতো কোম্পানিগুলি তাদের প্রাথমিক পর্যায়ে Angel Investor দের দ্বারা সমর্থিত হয়েছিল। এই সংস্থাগুলি এখন বহু-বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়েছে। 

Use This Term In Sentences: 

  1. Maskera wants to launch her start-up fintech company “YayMoney” with the help of an angel investor
  2. Distrusting the honorable angel investors, Sarowar failed miserably to secure the initial capital for the business.  

 

Share it: