"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Advertising in Bengali

Advertising কাকে বলে?

Definition (1):

একটি গণযোগাযোগ মাধ্যম যেমন: টেলিভিশন, সংবাদপত্র, বা পত্রিকার মাধ্যমে একটি নির্ধারিত দর্শকদের সাথে এক ধরনের অর্থ প্রদানকৃত অব্যক্তিগত যোগাযোগকে Advertising বা বিজ্ঞাপন বলা হয়।

Definition (2):

বিজ্ঞাপন হলো একটি পণ্য বা সেবার ব্যবহারকারীদের সাথে যোগাযোগের একটি মাধ্যম।

Definition (3):

একটি নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার দ্বারা অর্থ প্রদানকৃত ঘোষণাসমূহের মাধ্যমে একটি ধারণা, পণ্য বা সেবার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের কার্যাবলীকে বিজ্ঞাপন বলে।

Definition in English:

“A paid form of nonpersonal communication to a target audience through a mass medium such as television, newspaper, or magazines.”

Use of the term in Sentences:

  • The company has spent a lot of money on advertising the product.
  • You should take the necessary steps for advertising your product.

 

Share it: