"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Activity Ratio in Bengali

Activity Ratio কাকে বলে?

Definition (1):

Activity Ratio বা সক্রিয়তা অনুপাত কতো দক্ষতার সাথে সম্পদসমূহ আয় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তার পরিমাপক।

Definition (2):

এক ধরনের আর্থিক অনুপাতসমূহ যা একটি প্রতিষ্ঠানের ব্যালান্স শীটের বিভিন্ন হিসাবসমূহকে নগদ বা বিক্রয়ে রূপান্তরিত করার ক্ষমতাকে পরিমাপ করে তাদেরকে সক্রিয়তা অনুপাত বলা হয়।

Definition (3):

সক্রিয়তা অনুপাত হলো একটি অনুপাত যা একটি কোম্পানির ব্যালান্স শীটের হিসাবসমূহকে আয়ে র‌ূপান্তরিত করার ক্ষমতা নির্ধারণ করে।

Definition in English:

“Measure of how efficiently assets are being used to generate revenues.”

Use of the term in Sentences:

  • Activity ratios indicate the efficiency of a company to produce revenues.
  • Please calculate the activity ratios carefully.  
Share it: