"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of A/B Testing in Bengali

A/B Testing কাকে বলে?

Definition (1):

A/B Testing, bucket tests বা split-run testing নামেও পরিচিত। এটা দুইটি বিকল্প A এবং B-কে নিয়ে এলোমেলোভাবে করা একটি পরীক্ষা বা গবেষণা। এটা পরিসংখ্যানের ক্ষেত্রে ব্যবহৃত পরিসংখ্যান অনুমান পরীক্ষা বা দুইটি নমুনা অনুমান পরীক্ষার প্রয়োগকে অন্তর্ভূক্ত করে। /বি টেস্টিং হলো একটি চলকের দুইটি রূপের তুলনা করার একটি উপায়, সাধারণতঃ বিকল্প A এবং বিকল্প B-এর প্রতি একটি বিষয়ের সাড়া পরীক্ষা করার মাধ্যমে এবং দুইটি বিকল্পের মধ্যে কোনটি অধিকতর কার্যকর তা নির্ণয়ের মাধ্যমে।

Definition in English:

”A/B testing (also known as bucket tests or split-run testing) is a randomized experiment with two variants, A and B.”

Use of the term in Sentences:

  • A/B testing is also known as split-run testing or bucket tests.
  • A/B testing is a procedure of comparing two forms of an app or a webpage against each other to decide which of them performs better.
Share it: