"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Internet in Bengali

Internet কাকে বলে?

Definition (1):

Internet একটি বৈশ্বিক বিস্তৃত এলাকা নেটওয়ার্ক যা সারা বিশ্ব জুড়ে কম্পিউটার ব্যবস্থাগুলোকে সংযুক্ত করে। এটা বিভিন্ন উচ্চ ব্যান্ডউইথের ডেটা বা তথ্য সংযোগসমূহ অন্তর্ভূক্ত করে যার মধ্যে ইন্টারনেট ব্যাকবোনটিও অন্তর্ভূক্ত। এই সংযোগসমূহ বৃহত্তর ইন্টারনেট কেন্দ্রস্থলসমূহ বা হাবসমূহের সাথে সংযুক্ত থাকে যা অন্যান্য অবস্থানসমূহে যেমন: ওয়েব সার্ভারসমূহ এবং ইন্টারনেট সেবা প্রদানকারীদেরকে তথ্য বন্টন করে।

Definition (2):

ইন্টারনেট বৈশ্বিক বিনিময়গুলোর একটি নেটওয়ার্ক -যার মধ্যে রয়েছে ব্যক্তিগত, পাবলিক, ব্যবসা, শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ-সম্পর্কিত এবং সরকারী নেটওয়ার্কগুলো -যেগুলো নিয়ন্ত্রিত, তার-বিহীন এবং ফাইবার-অপটিক প্রযুক্তি দ্বারা সংযুক্ত।

Definition in English:

”The internet is a network of global exchanges – including private, public, business, academic and government networks – connected by guided, wireless and fiber-optic technologies.”

Use of the term in Sentences:

  • We can get different online services with the help of the internet.
  • The internet has brought the world so near to you.
Share it: