"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of General and Administrative Expenses in Bengali

General and Administrative Expenses কাকে বলে?

Definition (1):

ব্যবসার সার্বিক ব্যবস্থাপনায় অর্জিত খরচসমূহকে General and Administrative Expenses বা সাধারণ এবং প্রশাসনিক ব্যয়সমূহ বলা হয়।

Definition (2):

সাধারণ এবং প্রশাসনিক ব্যয়সমূহ একটি কোম্পানির দৈনিক কার্যাবলী রক্ষণাবেক্ষণে এবং এর ব্যবসার পরিচালনায় প্রয়োজনীয় খরচসমূহকে উপস্থাপন করে। ভাড়া, বিদ্যুৎ বিল, পানি বিল, বীমা, নির্বাহী বেতন ও সুবিধাসমূহ, অফিসের যন্ত্রপাতির অবচয়, আইনি পরামর্শ এবং হিসাবরক্ষণ কর্মী বেতনসমূহ, অফিস সরবরাহসমূহ, প্রভৃতি প্রচলিত সাধারণ এবং প্রশাসনিক ব্যয়সমূহের আওতার মধ্যে পড়ে।

Definition in English:

“Costs incurred in the overall management of the business.”

Use of the term in Sentences:

  • Have you calculated the general and administrative expenses of this business?
  • Have you paid all the general and administrative expenses?
Share it: