"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Business in Bengali

Business বা ব্যবসা কাকে বলে?

Definition (1):

পারস্পরিক উপকার বা লাভের জন্য দ্রব্য, সেবা বা অর্থের বিনিময়কে ব্যবসা বা business বলে।

Definition (2):

ব্যবসা হলো একটি প্রতিষ্ঠান বা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে দ্রব্য এবং সেবা একটি অপরটির দ্বারা বা অর্থের দ্বারা বিনিময় করা হয়।

Definition (3):

ব্যবসা হলো দ্রব্য বা সেবার উৎপাদন, ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কাজ।

Definition in English:

Business is the outcome of the combined effort of one or more than one individual to fulfill a social need and earn some profit.

একটি ব্যবসার তিনটি মূল বৈশিষ্ট্য আছে। প্রথমতঃ ব্যবসাকে অবশ্যই এক বা একাধিক মানুষের সংগঠিত কাজের ফলাফল হতে হবে। দ্বিতীয়তঃ ব্যবসাকে অবশ্যই একটি সামাজিক চাহিদা মেটাতে হবে। তৃতীয়তঃ ব্যবসাকে অবশ্যই একটা মুনাফা অর্জন করতে হবে। যেমন: একটি মুদীর দোকান এক বা একাধিক মানুষের সমষ্টিগত কাজের ফলাফল। এটা আমাদের এবং আমাদের পরিবারের খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার সামাজিক চাহিদা পূরণ করে এবং কিছু পরিমাণ মুনাফা অর্জন করে।

Use in Sentences:

  • If you want your business to be successful, you have to cope with the market competition.
  • The main motive behind a business is to earn some profit.
Share it: