"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Barter in Bengali

Definition:

টাকা ছাড়া পণ্যের বিনিময়কে পণ্য বিনিময় বা barter বলে।

Definition in English

Barter is exchanging one good for another, not for money.

বহু বছর আগে আমাদের পূর্বপুরুষগণ আবিষ্কার করেন যে, একজন মানরুষের যা কদাচিৎ প্রয়োজন হয় তার সবকিছু উৎপাদন করতে হলে কিছু অনাকাঙ্খিত কাজ করার প্রয়োজন আছে। তারা আরও আবিষ্কার করেন যে, প্রত্যেকেরই বিভিন্ন গুণ, প্রয়োজন এবং দক্ষতা আছে। একজন ব্যক্তি যদি একটি বিশেষ কাজে বিশেষত্য অর্জন করেন, যেমন: জুতা তৈরী বা শস্য উৎপাদন, তবে উদ্বৃত্ত পণ্য অন্য কাঙ্খিত পণ্যের সাথে বিনিময় করা যাবে। এই পণ্য বিনিময় প্রথা থেকেই ধীরে ধীরে ব্যবসার জন্ম হয়।

Use of "barter" in Sentences:

  • Alex bartered his old iPhone with Aric’s new android phone.
  • Business has gradually come into existence from the barter system. 
Share it: