"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Centralized Business in Bengali

Definition (1):

যে প্রতিষ্ঠানে সব বা প্রায় সব সিদ্ধান্ত গ্রহণের বিধিসংগত ক্ষমতা ব্যববস্থাপকদের একটি ছোট গোষ্ঠী অধিকার করে থাকে তাকে Centralized Business বা কেন্দ্রীভূত ব্যবসা বলা হয়।

Definition (2):

কেন্দ্রীভূত ব্যবসা হলো ব্যবস্থাপনার একটি কাঠামো যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় উচ্চতর সংকুচিত স্তরসমূহে তাদের দ্বারা যাদের কি করা প্রয়োজন সে বিষয়ে পুঁজিভূত বিবেচনার জ্ঞান এবং তথ্য আছে ।

Definition (3):

একটি ব্যবসা যেখানে গুরুত্বপূর্ণ মূল সিদ্ধান্তগুলো একটি উচ্চতর স্তরের কর্তৃপক্ষ দ্বারা নেয় হয় তাকে কেন্দ্রীভূত ব্যবসা বলে।

Definition in English:

“An organization in which all or nearly all, authority to make decision is retained by a small group of managers.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • As this is a centralized business, all major decisions will be made by the higher authority.
  • Jim doesn’t have the authority to make the decision because it is a centralized business.

 

 

 

Share it: