"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Sales Promotion in BengaliSales Promotion বা বিক্রয় প্রচার প্রচারণামূলক মিশ্রণের একটি অন্যতম উপাদান। বিক্রয় প্রচার একটি পূর্বনির্ধারতি সীমিত সময়ের জন্য গ্রাহক চাহিদা বা বাজার চাহিদা বৃদ্ধি করতে বা পণ্যের সহজলভ্যতা আরও উন্নত করতে মাধ্যম ও অ-মাধ্যম বাজারজাতকরণ যোগাযোগের উভয়কেই ব্যবহার করে।
Definition of Selling Process in Bengaliবিক্রেতারা পদক্ষেপসমূহের যে ক্রম অনুসরণ করে যার মধ্যে রয়েছে প্রত্যাশা, প্রস্তুতি, নিকটবর্তী হওয়া, উপস্থাপন করা, উত্তর দেয়া, আপত্তি জানানো, সমাপ্তি এবং অনুসরণ করা, তাকে Selling Process বা বিক্রয় প্রক্রিয়া বলা হয়।
Definition of Support Salespeople in Bengaliযে বিক্রেতা সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করে তাদেরকে পণ্যসমূহের সম্পর্কে জ্ঞান দান, সুনাম তৈরী এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করে বিক্রয়ে সহায়তা করে তাকে Support Salespeople বা সহায়ক বিক্রেতা বলা হয়।
Definition of Order Taker in Bengaliএক ধরনের বিক্রেতা যে শুধু অর্ডারসমূহ সংগ্রহ করে কিন্তু নতুন গ্রাহক খোঁজার বা বিদ্যমান গ্রাহকদের তাদের অর্ডারসমূহের আকার বা দ্রুততা বৃদ্ধির জন্য রাজী করাতে চেষ্টা করে না তাকে Order Taker বা অর্ডার গ্রহণকারী বলে।
Definition of Order Getter in Bengaliযে ধরনের বিক্রয়কারীরা নতুন গ্রাহকদের কাছ থেকে অর্ডার অর্জন এবং বিদ্যমান গ্রাহকদের কাছ থেকে আরও অর্ডার অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় রাজস্ব বৃদ্ধি করে তাকে Order Getter বা অর্ডার সংগ্রহকারী বলে।
Definition of Personal Selling in Bengaliএকটি বিক্রয় সম্পন্ন করার উদ্দেশ্যে এক বা একাধিক প্রত্যাশিত ক্রেতা বা ক্রেতাদের সাথে ব্যক্তি-থেকে-ব্যক্তি রূপে যোগাযোগ স্থাপন করাকে Personal Selling বা ব্যক্তিগত বিক্রয় বলা হয়। ব্যক্তিগত বিক্রয় মুখোমুখি বিক্রয় নামেও পরিচিত যেখানে একজন বিক্রয় প্রতিনিধি একজন ক্রেতাকে একটি পণ্য ক্রয়ের জন্য সম্মত করতে চেষ্টা করে।
Definition of Advertising Media in BengaliAdvertising Media বা বিজ্ঞাপন মাধ্যম প্রচারমূলক বস্তু প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় যা বিভ্ন্নি রূপে আদানপ্রদান করা হয় যেমন: বার্তা, বক্তব্য, ছবি, টিভি ব্যবহার করে ভিডিও, বেতার, অনলাইন, বহিরঙ্গন, প্রভৃতি। মূলতঃ এগুলো হলো প্রণালী বা মাধ্যম যার মাধ্যমে কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবাসমূহের বিজ্ঞাপন করে গ্রাহকদের কাছে পৌঁছায়।
Definition of Institutional Advertising in Bengaliযেকোন ধরনের বিজ্ঞাপন যা একটি কোম্পানি, ব্যবসা, প্রতিষ্ঠান, সংস্থা বা অনুরূপ কোন সত্ত্বাকে উন্নীত করার অভিপ্রায় করে তাকে Institutional Advertising বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন বলে। এমন ধরনের বিজ্ঞাপন কোনো কিছু সরাসরি বিক্রয়ের প্রয়াস চালায় না।
Definition of Primary-Demand Advertising in Bengaliযেকোন ধরনের বাজারজাতকরণ যা একটি পণ্যের মূল চাহিদাকে উৎসাহিত করে তাকে Primary-Demand Advertising বা প্রাথমিক-চাহিদা বিজ্ঞাপন বলে। প্রাথমিক-চাহিদা বিজ্ঞাপন ভোক্তা শ্রেণীকে একটি সমগ্র পণ্য শ্রেণীর গুণাবলী সম্পর্কে শিক্ষিত করে তোলে।
Definition of Selective (Brand) Advertising in BengaliSelective (Brand) Advertising বা নির্বাচনশীল (ব্র্যান্ড) বিজ্ঞাপন একটি নির্দিষ্ট পণ্য বা সেবার ব্র্যান্ডের চাহিদা সৃষ্টির ওপর আলোকপাত করে। যেমন: সোডা উৎপাদনকারীরা প্রায়ই একটি নিবেদিত বাজারজাতকরণ প্রচারণা দিয়ে তাদের প্রস্তুতকৃত প্রত্যেক ব্র্যান্ডকে উন্নীত করে।