"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Time Deposits in Bengaliসঞ্চয়ী হিসাবসমূহ যা আর্থিক প্রতিষ্ঠানটিকে টাকা উত্তোলনের পূর্বে ঘোষণা দেয়ার প্রয়োজনীয়তা এবং শীঘ্র উত্তোলনের জন্য জরিমানা নির্ধারণের অনুমোদন দেয় সেগুলোকে Time Deposits বলা হয়। একটি টাইম ডিপোজিট হলো একটি সুদ-বহনকারী ব্যাংক জমা হিসাব যার একটি মেয়াদ আছে, যেমন একটি সার্টিফিকেট অফ ডিপোজিট বা জমার সনদ।
Definition of Demand Deposits in Bengaliযে ব্যাংক হিসাবগুলোর বিপরীতে একজন হিসাবধারী চেক লিখতে পারে এবং পূর্ব ঘোষণা ছাড়া অবিলম্বে টাকা উঠাতে পারে তাকে Demand Deposits বলা হয়। ডিমান্ড ডিপোজিটস্ হলো জমাকৃত টাকাসমূহ যা পূর্ব ঘোষণা ছাড়া উঠানো যায় যেমন: চলতি হিসাবসমূহে।
Definition of Currency in Bengaliমুদ্রা এবং পত্রমুদ্রা যা জিনিসপত্র কেনাকাটায় খরচ করা হয় তাকে Currency বা প্রচলিত মুদ্রা বলা হয়। প্রচলিত মুদ্রা হলো পণ্য এবং সেবাসমূহ বিনিময়ের একটি মাধ্যম।ক্যাশিয়ার চেক, মানি অর্ডার, এবং ট্র্যাভেলারস্ চেকসমূহও প্রচলিত মুদ্রা হিসেবে বিবেচিত হয়।
Definition of Liquidity in Bengaliএকটি উপকরণ কতো তাড়াতাড়ি নগদে রূপান্তরিত করা যায় তার পরিমাপকে Liquidity বা তারল্য বলা হয়। অথবা একটি কোম্পানির দায়সমূহ পরিশোধের জন্য এর সম্পদসমূহকে নগদে রূপান্তরিত করার ক্ষমতাকে তারল্য বলে।
Definition of Money in Bengali দ্রব্যাদি এবং সেবাসমূহের মূল্য রূপে পরিশোধের উপায় হিসেবে যা সাধারণভাবে স্বীকৃত তাকে Money বা অর্থ বলা হয়। মুদ্রা এবং ব্যাংক নোটসমূহের রূপে একটি বর্তমান বিনিময়ের মাধ্যমকে অর্থ বলে। মুদ্রাসমূহ এবং ব্যাংক নোটসমূহকে সমষ্টিগতভাবে অর্থ বলে।
Definition of Pull Strategy in BengaliPull Strategy হলো বাজারজাতকরণের একটি পদ্ধতি বা কৌশল যেখানে একটি কোম্পানি সরাসরি গ্রাহকদের কাছে পণ্যসমূহের বিজ্ঞাপণ করার জন্য সময় এবং অর্থ ব্যয় করে যাতে তারা সেগুলোকে ক্রয় করতে চায় । যেমন: বিজ্ঞাপণ ও গণমাধ্যম প্রচার; মুখের কথার মাধ্যমে উল্লেখ করা; বিক্রয় প্রচার ও ছাড়, প্রভৃতি।
Definition of Push Strategy in Bengaliএকটি Push Strategy বা “পুশ” প্রচার কৌশল একটি পণ্যের ভোক্তা চাহিদা সৃষ্টির উদ্দেশ্যে কোম্পানীর বিক্রয় শক্তি এবং বাণিজ্য প্রচার কার্যাবলীকে ব্যবহার করে । যেমন: পাইকারী বিক্রেতাদের চাহিদাকে উৎসাহিত করতে বাণিজ্য প্রদর্শনী প্রচার; বিক্রয়কেন্দ্রে গ্রাহকদের কাছে সরাসরি বা মুখোমুখি বিক্রয়, প্রভৃতি।
Definition of Public Relations in Bengaliএক গুচ্ছ যোগাযোগ কার্যাবলী যা জনগণের কাছে একটি প্রতিষ্ঠানের একটি অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করা ও বজায় রাখার জন্য পরিকল্পিত তাকে Public Relations বা গণসংযোগ বলা হয়। কার্যকর যোগাযোগের ব্যাপারে সবকিছুই হলো গণসংযোগ।
Definition of Publicity in Bengaliএকটি অব্যক্তিগত ধরনের যোগাযোগ যা সংবাদ প্রতিবেদনরূপে সম্প্রচারিত হয় এবং যার ব্যয়ভার সরাসরি কেউ বহন করে না তাকে Publicity বা প্রচার বলা হয়। অথবা কোন পণ্য, সেবা বা কোম্পানির জন্য জন দৃশ্যমানতা বা সচেতনতাকেই Publicity বা প্রচার বলে।
Definition of Sales Contest in Bengaliএকটি স্বল্পমেয়াদী প্রতিদানমূলক অনুষ্ঠান যা বিক্রয় প্রতিনিধিরা যাতে একটি নির্দিষ্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে সেজন্য প্রেরণা দেয়ার উদ্দেশ্যে পরিকল্পিত হয় তাকে Sales Contest বা বিক্রয় প্রতিযোগিতা বলে।