"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Content Management System (CMS) in BengaliContent Management System (CMS) বা কন্টেন্ট ব্যবস্থাপনা ব্যবস্থা হলো একটি সফ্টওয়্যার এ্যাপ্লিকেশন বা সম্পর্কযুক্ত প্রোগ্রামসমূহের একটি সেট যা ডিজিটাল কন্টেন্ট তৈরী এবং ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।
Definition of Comparative Advertising in BengaliComparative advertising বা তুলনামূলক বিজ্ঞাপন হলো একটি বাজারজাতকরণ কৌশল যেখানে একটি কোম্পানির পণ্য বা সেবাসমূহকে প্রতিযোগীদের তুলনায় উৎকৃষ্টতর হিসেবে উপস্থাপন করা হয়।
Definition of Cold Calling in BengaliCold Calling বা মৃদু ডাক হলো সম্ভাব্য গ্রাহকদের কাছে ব্যবসার আবেদন বা অনুরোধ যাদের বিক্রেতার অর্থাৎ যিনি কলটি বা ডাকটি সম্পাদন করছেন তার সাথে কোনো পূর্ব যোগাযোগ ছিলো না।
Definition of Click-Through Rate (CTR) in Bengaliঅনলাইন বিজ্ঞাপণে, Click-Through Rate (CTR) বা ক্লিক-থ্রু হার হলো সেসব মানুষদের শতকরা হার যারা একটি ওয়েব পৃষ্ঠা দেখার সময় একটি নির্দিষ্ট বিজ্ঞাপণে ক্লিক করে যা পৃষ্ঠাটিতে দৃষ্টিগোচর হয়।
Definition of Business-to-Consumer (B2C) in BengaliBusiness-to-Consumer (B2C) বা ব্যবসা-থেকে-ভোক্তা হলো পণ্য এবং সেবাসমূহের সেই বিক্রয় প্রক্রিয়া যা সরাসরি ভোক্তাদের মাঝে অর্থৎ যারা পণ্য ও সেবাসমূহের চূড়ান্ত ব্যবহারকারী, তাদের মধ্যে সম্পন্ন হয়।
Definition of Business-to-Business (B2B) in BengaliBusiness-to-Business (B2B) বা ব্যবসা-থেকে-ব্যবসা হলো দুইটি ব্যবসার মধ্যেকার বাণিজ্য, একটি ব্যবসা এবং একজন একক ভোক্তার মধ্যেকার বাণিজ্য নয়। পাইকারী পর্যায়ের ব্যবসায়িক লেনদেনসমূহ সাধারণতঃ ব্যবসা-থেকে-ব্যবসা হয়।
Definition of Buyer Persona in Bengaliএকটি Buyer Persona বা ক্রেতা ভাবনার বহিঃপ্রকাশ হলো বাজার গবেষণা এবং আপনার বিদ্যমান গ্রাহকদের আসল তথ্যের উপর ভিত্তি করে আপনার আদর্শ গ্রাহকের একটি অর্ধ-পরিকল্পিত প্রতিরূপ।
Definition of Bounce Rate in Bengaliআপনার ওয়েবসাইটের একটি এক পৃষ্ঠার সময়কাল বা সেশনকে একটি Bounce বলা হয়। Bounce Rate হলো এক পৃষ্ঠার সময়কালসমূহকে সব সময়কালসমূহ দ্বারা ভাগ করা।
Definition of Bottom of the Funnel in BengaliBottom of the Funnel বা ফানেলের নিম্নতম ভাগ হলো ওয়েব বাজারজাতকরণের সাড়াসমূহের ফলাফল স্বরূপ, অনলাইন ক্রয় প্রক্রিয়ার “ক্রয়” পর্যায়।
Definition of Blogging in BengaliBlogging হলো একটি ব্লগ লেখার প্রক্রিয়া। একটি অনলাইন জার্নাল বা দিন-পুঞ্জী যেখানে আপনি একটি নির্দিষ্ট বিষয়ে আপনার চিন্তা-ভাবনা পাঠকদের সাথে ভাগ করে নেন তাকে ব্লগ বলা হয়।