"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Commonly Confused Words

Advice vs AdviseAdvice শব্দটি Noun হিসেবে ব্যবহৃত হয়। যার পরামর্শ, মতামত বা উপদেশ দেয়াকে বোঝানো হয়; যা কিনা অনুসরণ করা যায়।
Breath vs BreatheBreath একটি noun, যা শ্বাস এবং প্রশ্বাস এর সম্পূর্ণ চক্রকে বোঝায়। এটি শ্বাস গ্রহণ বা ত্যাগের বাতাসকেও নির্দেশ করে।
Affect vs EffectAffect - এটি একটি verb, যা একটি ক্রিয়া, অবস্থা, বা অভিজ্ঞতাকে বর্ননা করে। পার্থক্য তৈরি, পরিবর্তন করা, আবেগপ্রবণ করে তোলার মত ক্রিয়াকে Affect এর সাহায্যে প্রকাশ করা হয়।
Antibody vs AntigenAntibody হলো প্রোটিনসমূহ যা অ্যান্টিজেনগুলি সনাক্ত করে এবং সেগুলোর সাথে আবদ্ধ হয়। আর Antigen সাধারণতঃ প্রোটিনসমূহ আবার পলিস্যকারাইড, লিপিড বা নিউক্লিক এসিডসমূহও হতে পারে যা রোগ প্রতিরোধের প্রতিক্রিয়াকে প্রভাবিত বা সংঘটিত করে।
Virus vs Bacteriaএকটি জীবিত কোষকে সংক্রমিত করতে পারে এমন একটি অতি ক্ষুদ্র পরজীবী হলো virus যা সেই কোষের ভেতরেই বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে, তা নাহলে সুপ্তাবস্থায় থাকে। Bacteria হলো ভাইরাস থেকে আকারে বড়ো একটি ক্ষুদ্র অনুজীব যা নিজেই নিজের খাবার তৈরী করতে পারে, চলাচল করতে পারে, এবং বংশবিস্তার করতে পারে।
Furlough vs LayoffFurlough হলো কাজ থেকে একটি অস্থায়ী লে-অফ বা বাধ্যতামূলক ছুটিতে থাকার অনুমুতি। এক্ষেত্রে, এই কর্মচারীরা সাধারণতঃ এর পরে আবার তাদের কাজে ফিরে যেতে পারেন। Layoff বলতে বোঝায় একজন নিয়োগকারীর কর্মচারীদের ছাঁটাই করা ।
Infectious vs Contagious Infectious এমন রোগ যা জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয় এবং সাধারণত শারীরিক সংস্পর্শে non-contagious রোগ ছড়াতে পারে না। যেমন - ম্যালেরিয়া। আর Contagious হলো ঐসব রোগ যা সরাসরি শারীরিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
Lockdown vs ContainmentLockdown হলো কোনো সঙ্কটাপূর্ণ সময়ে নেওয়া একটি সুরক্ষা আইন যা মানুষকে কোনো ভবন, স্থান বা এলাকা ছেড়ে যেতে বা সেখানে প্রবেশ করতে বাধা দেয়। Containment মানে ক্ষতিকারক কোনোকিছু যেমন সংক্রামক ব্যাধি বা বিষাক্ত বস্তুর ...
Ventilator vs RespiratorVentilator হলো একটি যন্ত্র যা শ্বাসকষ্টজনিত রোগীদের ফুসফুসে কৃত্রিমভাবে বাতাস বা অক্সিজেন সরবারহ করে শ্বাস নিতে সাহায্য করে। Respirator হলো একটি ডিভাইস যা বায়ুর মধ্যে থাকা ক্ষতিকর পদার্থ ...
Quarantine vs IsolationQuarantine মানে একটি সময়কাল ধরে পৃথকভাবে থাকা এমন কোনো প্রাণী/মানুষ যে কোনো সংক্রামক রোগে আক্রান্তের সংস্পর্শে ছিল। আর Isolation হলো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা ।