"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Words of three letters

  • duo - মানিকজোড়; ;
  • dye - যে জিনিস দিয়ে রঙ করা হয় ;
  • dys - উপসর্গ; ;
  • ear - কান ; কর্ণ ; মনোযোগ ; শস্যের মঞ্জরী বা শিষ ;
  • eat - খাওয়া, আহার করা ;
  • eau - প্রস্তুত সুগন্ধিদ্রব্য; ;
  • ebb - ভাটা; অবনতি; হ্রাস ;
  • eel - পাকালমাছ, বান মাছ ;
  • eft - একপ্রকার টিকটিকি ;
  • egg - ডিম ;
  • ego - /noun/ আত্মা; আত্মমর্যাদা; অহম; অহংবোধ; স্বাতন্ত্র্যবোধ; ;
  • eke - বাড়ানো; অর্জনের উপায় উদ্ভাবন বা ধারণ করা ;
  • eld - বৃদ্ধাবস্থা; প্রাচীনকাল; ;
  • elf - ছোট পরী বিশেষ ;
  • elk - হরিণবিশেষ ;
  • ell - উপগৃহ; ;
  • elm - ইংল্যাণ্ডের এক প্রকার বৃক্ষ ;
  • emu - অস্ট্রেলিয়ার উট পাখিবিশেষ ;
  • end - প্রান্তভাগ ; সীমা; শেষ ;
  • eon - যুগ ;
  • era - (কোন সময় থেকে গণনাকৃত) অব্দ; যুগ ;
  • ere - পূর্বে, আগে ;
  • erk - জাহাজের খালাসী বা লস্কর; ;
  • err - ভুল করা, ভুল হওয়া ;
  • etc - প্রভৃতি; এবং এই সব; গয়রহ; ;
  • eve - সন্ধা্যা; কোন ঘটনার অব্যবহি পূর্ব-মুহূর্ত; পর্বাদির পূর্বরাত্রি বা পূর্ণদিবস ;
  • ewe - স্ত্রী-ভেড়া ; ভেড়ী ;
  • ex- - অপ; পূর্বে; অতি-; পূর্বের; ;
  • eye - চোখ ; অক্ষি ; দৃষ্টি ;
  • fab - প্রভূত; চমত্কার; প্রকাণ্ড; বিস্ময়কর; ;
  • fad - প্রিয় ধারণা;শখ;তুচ্ছকাজ ;
  • fag - অভ্যস্ত ভ্রম করা;ক্লান্ত হওয়া ;
  • fan - পাখা;উগ্র অনুরাগী ;
  • far - দূর, দূরবর্তী ;
  • fat - মোটা;স্থুলকার,স্ু্থলকায় ;
  • fax - /noun/ (1) লিখিত, চিত্রিত কোন কিছুর অনুরূপ প্রতিলিপি ইলেক্ট্রনিক উপায়ে প্রেরণ ও গ্রহণ যন্ত্র (টেলি-কমিউনিকেশন); (2) ইলেকট্রনিক পদ্ধতিতে নথি, চিত্র ইত্যাদির হুবহু প্রতিরূপ নির্মাণ ও দূর প্রেরণ; (3) যন্ত্রটির মাধ্যমে প্রেরিত বা প্রাপ্ত অনুলিপি (বার্তা, নথি, পত্র ইত্যাদি); /verb/ এই ইলেক্ট্রিক যন্ত্রটির সাহায্যে নথি, লেখা, চিত্র ইত্যাদির অনুরূপ প্রতিলিপি প্রেরণ করা; ;
  • fay - পরী ;
  • fed - প্রতিপালিত; ;
  • fee - পারিশ্রমিক;দর্শনী; বেতন ;
  • fen - জলা; জলাভূমি ;
  • few - অল্পসংখ্যক; কয়েকজন ;
  • fey - মরণোন্মুখ; অবাস্তব; মৃত্যু অবধারিত এমন; খামখেয়ালী; ;
  • fez - মুসলমানি লাল টুপি বিশেষ ;
  • fib - গুল; দম; দমবাজি; ; /verb/গুল দেত্তয়া; গুল মারা;
  • fid - কীলক; গোঁজ; ;
  • fie - ছিঃ ছিঃ ধিক ;
  • fig - ডুমুর বা ডুমুর গাছ ;
  • fin - মাছের ডানা বা পাখনা ;
  • fir - দেবদারুজাতিয় গাছ বিশেষ ;
  • fit - উপযুক্ত; যোগ্য ;
  • fix - আবদ্ধ করা; নির্দ্ধারণ করা ;
  • flu - ফ্লু; ইনফ্লুয়েঁজা; ;
  • fly - মাছি ; মক্ষিকা । উড়িয়া যাওয়া ; বিমানযোগে গমন করা ;
  • fob - ছল; ঘড়ির পকেট; কৌশল; ; /verb/ঠকান; প্রতারণা করা;
  • foe - শত্রু; প্রতিপক্ষ ;
  • fog - ঘন কুয়াশা ;
  • fop - পোশাকী ফুলবাবু ;
  • for - জন্য; পক্ষে; অভিমুখে; যেহেতু ;
  • fox - খেঁকশিয়াল ; পাতিশিয়াল ;
  • fro - পশ্চাতে বা পশ্চাদিকে; দূরে ;
  • fry - ছোট মাছ; পুটিমাছ; ভাজা মাছ ;
  • fug - গুমসানি; গুমোট বা ভ্যাপসা আবহাওয়া; ; /verb/গুমোট হাত্তয়া;
  • fun - কৌতুক, তামাশা; রঙ্গ ;
  • fur - পশুরলোম; পশম; লোমসহ পশুচর্মের পোশা্‌ক ;
  • g i - সিপাহী; ; /adjective/আমলাতান্ত্রিক; সরকারী; আনুষ্ঠানিক;
  • gab - বাজে গল্প, বাচালতা ;
  • gad - অলসভাবে ইতস্ততঃ ভ্রমণ করা ;
  • gag - গোঁজ দিয়ে কন্ঠরোধ করা ;
  • gal - মেয়ে; ;
  • gan - ফাঁদে ফেলা; জালে আটকান; ফাঁদে আটকান; পরিষ্কার করা; ;
  • gap - ফাটল;ফাঁক; শূন্যতা; বিরতি; দুই পর্বতের মধ্যবর্তী গভীর উপত্যকা ;
  • gas - বাষ্প, জ্বালানি গ্যাস; বিষ-বাষ্প ;
  • gat - খাল; ;
  • gay - সমকামী; প্রফুল্ল; প্রাণচঞ্চল; ;
  • gee - ঘোড়া; ;
  • gel - জেলির মতো বা আঠার মতো থকথকে পদার্থের তল; ;
  • gem - রত্ন, মূল্যবান বস্তু ;
  • gen - জনক; খোঁজখবর; উৎপাদক; পাত্তা; সৃষ্টিকারী ইত্যাদি অর্থজ্ঞাপক উপসর্গ; ;
  • geo - পার্থিব; মাটি; ভূখণ্ড; জগত্-; পৃথিবী; ভূগোলক; জমি-; ;
  • get - পাওয়া,অর্জন করা, আনা ;