"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Four letters word

  • wary - সতর্ক
  • wash - ধোওয়া, ধৌত করা
  • wasp - বোলতা ; ভিমরুল
  • wast - অপচয় বা অপব্যয়
  • watt - বিদু্যৎশক্তির একক বা মান
  • waul - বিড়ালের মত ডাকা
  • wave - শতরঙ্গ, ঢেউ, কোনো কিছুর প্রবাহ
  • wavy - তরঙ্গায়িত; তরঙ্গাকুল; তরঙ্গিত; তরঙ্গমূলক; ঢেউখেলান; উত্কলিত; ঢেউ-তোলা; বীচিবিক্ষোভিত; উঁচু-নিচু; এবড়ো-খেবড়ো; তরঙ্গায়িত; ঢেউ-খেলানো;
  • wawl - বিড়ালের মতো ডাকা; ত্তঁআ-ত্তঁআ কান্দা;
  • waxy - মোমের মতো; চটচটে; নরম; বিরক্ত; ত্রুদ্ধ; লেইয়ের মত; মোমতুল্য;
  • weak - দুর্বল, কোমল
  • weal - কল্যাণ; মঙ্গল
  • wean - মাই ছাড়ানো; অভ্যাস ইত্যাদি ছাড়ানো
  • wear - পরিধান করা, শ্রান্ত হওয়া বা করা; জীর্ণ হওয়া; ক্ষয় পাওয়া
  • webs - জাল; ঊর্ণ; কাগজের বৃহত খন্ড; মাকড়সার জাল; বয়ন-করা বস্ত্ু; /verb/ঊর্ণ করা;
  • weed - /noun/ (1) আগাছা; (2) কৃশ, রোগা বা দুর্বল ব্যক্তি বা জন্তু; (3) (weeds) দুঃখ-প্রকাশক পোশাক; (4) (অপ্রচলিত) তামাক; গাঁজা; /verb/ (1) আগাছা পরিষ্কার করা; আগাছা তুলে ফেলা; নিড়ানো; (2) অবাঞ্ছিত অংশ দূর করা; অনাকাঙ্খিত বা অদক্ষ ব্যক্তি বা প্রাণীকে সরিয়ে দেয়া;
  • week - সপ্তাহ
  • ween - ভাবা; ধারণা করা; মনে করা; অনুমান করা;
  • weep - কাঁদা, চোখের জল ফেলা
  • weft - ওজন করার বাটখারা
  • weir - গড়া; নদীবক্ষস্থ বাঁধ; নদীবক্ষস্থ দাম; জাঙ্গাল; মাছ ধরিবার জন্য নির্মিত নদীমধ্যস্থ বেড়া;
  • weld - উত্তাপে গালাইয়া বা পিটাইয়া (দু'খন্ড ধাতুকে) জোড়া দেওয়া
  • well - কুয়া ; কূপ ; ভাল ; সু্স্থ
  • welt - চাবকান; মারা; জুতার ধারের সেলাইবিশেষ; পোশাক ইত্যাদির পাড় বা ধার; জুতার ধারে সেলাই দেওয়া;
  • wend - যাওয়া
  • went - হত্তয়া; চলা; যাত্তয়া; গমন করা; নড়া; প্রস্থান করা; মানানসই হত্তয়া; ঘটা; বলবৎ থাকা; অনুধাবন করা; বর্তমানে চালু থাকা; উদ্যত হত্তয়া; উপক্রম করা; প্রসারিত হত্তয়া; অভিমুখ হত্তয়া; বাজা; চালু হত্তয়া; সক্রিয় হত্তয়া; ধাবন করা; অগ্রসর হত্তয়া; গণ্য হত্তয়া; বিদিত থাকা; বাজি ধরা; পথ ছাড়িয়া দেত্তয়া; অন্তর্ভুক্ত হত্তয়া; অকৃতকার্য হত্তয়া; পরিণত হত্তয়া; পরিপূর্ণ হত্তয়া; গর্ভবতী হত্তয়া; ডাক দেত্তয়া; সচরাচর হত্তয়া; ঝোঁকা;
  • wept - কান্না; কান্দিয়া প্রকাশ করা; কান্দা; ক্রন্দন করা; ক্রঁদ করা; ক্রঁদন করা; বিলাপ করা; অশ্রুপাত করা; বর্ষিত হত্তয়া; বর্ষণ করা; কান্দিয়া প্রকাশ বলা; শোক করা; ফোঁটায় ফোঁটায় ঝরা; ফোঁটায় ফোঁটায় ঝরান;
  • west - পশ্চিমদিক; পশ্চিমদিগন্ত
  • wets - ভেজান; সিক্ত করা; ভেজান করা; জলে ভেজান করা; রসান; মুত্রত্যাগ করা; শাদি করা;
  • what - কি, কী, যা, যেমন
  • when - সে থেকে, কারণ, ফলে
  • whet - ঘষিয়া শান দেওয়া, ধার দেওয়া; উত্তেজিত করা
  • whey - ছানার জল, ঘোল
  • whig - ইংল্যান্ডের রাজনৈতিক দলবিশেষ
  • whim - খেয়াল
  • whip - চাবুক; চাবুকের আঘাত; আইনসভায় রাজনৈতিক দলের শৃঙ্খলারক্ষাকারী নেতা
  • whir - পাখার পতপত শব্দ; দ্রুত ঘোরার শব্দ; সশব্দে ঘূর্ণিত হওয়া; বোঁ আত্তয়াজ; শোঁ শোঁ আত্তয়াজ;
  • whit - ফোঁটা; বিন্দু
  • whiz - বেগে চলা; শোঁ শব্দ করা; শোঁ শোঁ শব্দ করা; সোঁসোঁ শব্দ; সুনসন শব্দ; /noun/শোঁ শব্দ;
  • whoa - থাম!;
  • whom - যাকে, যাহাকে; কাকে,কাহাকে
  • whop - পরাস্ত করা; মারা;
  • wick - বাতির সল্‌তে
  • wide - প্রশন্ত; চওড়া; বিস্তীর্ণ; দুরপ্রসারিত
  • wife - স্ত্রী ; পত্নী
  • wigs - পরচুলা; উপকেশ;
  • wild - বুনো, বন্য; পোষ মানেনি এমন; প্রচন্ড; উন্মত্ত
  • wile - ছল
  • will - ভবিষ্যৎ বুঝাইতে, ইচ্ছা, অভিপ্রায় ইত্যাদি বুঝাইতে ব্যবহৃত
  • wilt - ধূর্ত, শঠ
  • wily - ধূর্ত, শঠ
  • wind - বাতাস, বায়ু, পবন, হাওয়া
  • wind - মোচড়ানো, ঘোরানো, (ঘড়িতে) দম, দেওয়া
  • wine - মদ
  • wing - ডানা ; পাখা ; পক্ষ ; জাহাজ বা বাড়ির পার্শ্ব ; অভিনয় মঞ্চের পার্শ্বভাগ
  • wink - চোখ পিটপিট করা, চোখ টিপে ইশারা করা
  • wins - জয়; /verb/জিতা; জেতা; জয়লাভ করা; জয় করা; বিজয় করা; সিদ্ধলাভ করা; জর্জরিত করা; বিজয়ী হত্তয়া; সাধন করা; উপার্জন করা; সম্পাদন করা; প্ররোচিত করা;
  • winy - মদ্যসুলভ; মদের স্বাদযুক্ত;
  • wipe - মোছা, মুছে পরিস্কার করা
  • wire - ধাতুর তার ; টেলিগ্রাম
  • wiry - তারনির্মিত, তারের মত, মাংসপেশী বহুল
  • wise - বিজ্ঞ, জ্ঞানী, বিচক্ষণ
  • wish - ইচ্ছা বা অভিলাষ (করা)
  • wisp - ছোট ঝাঁটা; খড় বা তৃণের আঁটি;
  • wist - জানিত;
  • with - সঙ্গে, সাথে, সহিত
  • wits - বুদ্ধি; রসিকতা; বুদ্ধির ঝলক; বৈদগ্ধ্য; বুদ্ধির দীপ্তি; আক্কেল; উদ্ভাবন; কল্পনা;
  • woes - দুর্ভাগ্য; আর্তনাদ; বিপর্যয়; দুর্দশা; অভিশাপ; আর্তি; রিষ্ট; দু:খ;
  • wold - উন্মুক্ত অকর্ষিত, বৃক্ষহীন জমি বা প্রান্রত;
  • wolf - নেকড়েবাঘ
  • womb - গর্ভ, জরায়ু, গভীর, গহ্বর
  • wont - অভ্যাস, রীতি, অভ্যন্ত
  • wood - কাষ্ঠ; বন
  • woof - পড়েন; বুনন; পড়েনের সুতা; কাপড়ের পড়েন;
  • wool - পশম
  • woos - পাণিপ্রার্থনা করা;
  • word - /noun/ (1) শব্দ; ধ্বনি বা ধ্বনির সমষ্টি বা কোনো ভাষার ব্যাকরণের একক; (2) কথা; বাণী; উক্তি; (3) পদ; (4) আদেশ; হুকুম; (5) বিবাদ; (6) প্রতিজ্ঞা; প্রতিশ্রুতি (7) সংকেত-চিহ্ন; (8) সংবাদ; (9) যাহা বলা হইয়াছে; /verb transitive/ শব্দে প্রকাশ করা;
  • wore - পরিধান করা; পরা; ধারণ করা; অঙ্গে ধারণ করা; গায়ে দেত্তয়া; ধরা; নেত্তয়া; চড়ান; পরিগ্রহ করা; লত্তয়া; আঁটা; টেকসই হত্তয়া; পরিশ্রান্ত করা; পরিশ্রান্ত হত্তয়া;
  • work - কাজ, কর্ম, শারীরিক বা মানসিক শ্রম, কৃতকর্ম, বৃত্তি
  • worm - পোকা ; কীট ; কৃমি